অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও সার্বিয়া। সেমিফাইনালে সেনেগালকে ৫-০ গোলে পর্যুদস্ত করে ফাইনালে উঠে ব্রাজিল। আর সার্বিয়া ২-১ গোলে হারায় মালিকে।
নিউজিল্যান্ডের নর্থ হারবার স্টেডিয়াম, অকল্যান্ডে অনুষ্ঠিত আজকের সেমিফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে জয় পায় সার্বিয়া। উত্তেজনায় ভরপুর অতিরিক্ত সময়ে দলের হয়ে গোল করেন ইভান সাপোনজিক। অপর গোলটি করেন আনদ্রিজা জিভকোভিচ।
এদিকে, মঙ্গলকার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ম্যাচে সেনেগালকে একদম দাঁড়াতেই দেয়নি ব্রাজিল। ম্যাচের মাত্র ৩৫ মিনিটেই ৪টি গোলে এগিয়ে যায় তারা। অথচ টুর্নামেন্টের পূর্ববর্তী নকআউট ম্যাচগুলোতে উরুগুয়ে ও পর্তুগালকে পেনাল্টি শুটঅাউটে পরাজিত করতে হয় তাদের। ব্রাজিলের হয়ে দুটি গোল করেন মার্কোস গুইলেরমে। গোল করেন বসিল্লা এবং জর্জও।
উল্লেখ্য, আগামী শনিবার ব্রাজিল ও সার্বিয়ার মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে। বিডি-প্রতিদিন/ ১৭ জুন ২০১৫/শরীফ