সদ্য সমাপ্ত ফতুল্লা টেস্টে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে ১৫০ রান করা ভারতীয় ওপেনার মুরালি বিজয় ফেঁসেছেন জরিমানার গ্যাঁড়াকলে। ব্যাটে লোগো-বিধি লঙ্ঘন করার দায়ে একমাত্র টেস্টের ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে তার।
নিয়ম অনুযায়ী, ব্যাটে নয় ইঞ্চির বেশি লোগো লাগানো নিয়মবিরুদ্ধ। আর এটি ভঙ্গ করেছেন বিজয়। আর এ কারণেই ম্যাচ রেফারী তাকে জরিমানা করেছে।
এদিকে, মুরালি বিজয়ের দাবী, লোগোটি একই কোম্পানির লোগো। তারপরও কাজ হয়নি। কারণ একই ব্যাটে একই সংস্থার দু'টি লোগো লাগানোতেও রয়েছে নিষেধাজ্ঞা।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ২০১৫/শরীফ