দুই দলের ক্রিকেটারদের মধ্যেই লক্ষ্য করা গেল ‘অস্বস্তি’। শেষ ম্যাচে ৭৭ রানের বড় জয় যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে ভারতকে। আর একটু সতর্ক হলে হয়তো অন্যরকম হতে পারত সিরিজের ফল। টাইগারদের কষ্ট, খুব কাছে গিয়েও বাংলাওয়াশটা মিস হয়ে গেল। এ যেন তীরে তরী ডোবার মতন।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা নেগেটিভ বার্তাটা পেয়েছিলেন সম্ভবত ম্যাচ শুরুর আগেই! টস জেতার পরও এমন ‘তক্তা মার্কা’ উইকেটে কেন যে মাশরাফি বোলিং নিতে গেলেন! ভারত যখন ব্যাটিং করছিল তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাশের সিদ্ধান্তটির পোস্টমর্টেম করতে ব্যস্ত ভক্তরা। পক্ষে-বিপক্ষে সমান্তরালে যুক্তির পর যুক্তি দিয়ে যাচ্ছিলেন ক্রীড়ামোদীরা। যখন ভারতীয় ব্যাটসম্যানরা মাশরাফিদের ওপর বেশি চড়াও হন তখন বিপক্ষের যুক্তি ধারালো হয়। তবে ‘পক্ষের’ গ্রুপটাই অনেক বড়! যুক্তির চেয়েও বেশি আস্থা অধিনায়ক মাশরাফির ওপর। আগের দুই ম্যাচে একাদশে চারজন করে পেসার নিয়ে খেলার সিদ্ধান্তটা কি যুক্তি তর্কের ঊর্ধ্বে ছিল! মোটেও না। জিতেছে বলেই কোনো কথা হয়নি। এটাও ঠিক, কোচ চন্ডিকা হাতুরাসিংহে কিন্তু হঠাৎ করে চার পেসার খেলানেরা সিদ্ধান্ত নেননি। লঙ্কান দূরদর্শী কোচ আগেই বুঝতে পেরেছিলেন, স্পিনের সঙ্গে গলাগলি ধরে যে ক্রিকেটাররা বড় হয়েছেন সেই ভারতীয় ব্যাটসম্যানদের কি আর স্পিন দিয়ে কাবু করা যায়! টানা দুই ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে জিতে হাতুরা বুঝিয়ে দিয়েছেন, অপরিকল্পিত কোনো সিদ্ধান্ত তার মাথা থেকে বের হয় না! কিন্তু কোচ কেন যে শেষ ম্যাচে এসে একজন বাড়তি স্পিনার নিতে গেলেন? কেনই বা ব্যাটিং উইকেটে টস জিতেও প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা সমর্থন করলেন? যুক্তি অবশ্য একটা আছে, আকাশ মেঘলা ছিল। ব্যাটিংয়ের সময় হঠাৎ বৃষ্টি নামলেই বিপদ। একে তো ব্যাটসম্যানদের মনোসংযোগ নষ্ট হয়, আবার ডার্কওয়াথ/লুইস পদ্ধতিতে পরে ব্যাটিং করা দলটিই বেশি লাভ হয়। কিন্তু গতকাল টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটাই যেন বুমেরাং হলো। প্রথমে ব্যাটিং করে স্কোর বোর্ডে ৩১৭ রান তুলে বাংলাদেশকে ভড়কে দিল ভারত। তারপর আত্মবিশ্বাসে টগবগে দলটা অলআউট হয়ে গেল ২৪০ রানে। তাসকিন আহমেদ সম্পূর্ণ ফিট ছিলেন না। তার সাইড স্ট্রেইনে সমস্যা। কোচের হাতে বিকল্প কোনো পেসারও ছিলেন না যিনি তাসকিনের বদলি হিসেবে খেলবেন। অগত্যা স্পিনার আরাফাত সানিকেই একাদশে রাখা হয়। অবশ্য আগের দিন লেগ স্পিনার যোবায়ের হোসেনকে তড়িঘড়ি করে দলে নেওয়ায় মনে হচ্ছিল তার খেলা নিশ্চিত। কিন্তু কাল দেখা গেল অভিজ্ঞ সানিকে। লাভ কী হলো? মাত্র ছয় ওভারেই ৪২ রান দেওয়ার সানির হাতে আর বল তুলে দেওয়ার সাহসই পাননি ক্যাপ্টেন মাশরাফি। তাসকিনের অভাবটা পূরণ তো হয়নি, উল্টো সানির একাদশে জায়গা পাওয়াটাকে বড় বেখাপ্পা লাগছিল। অবশ্য শুধু সানি কেন, মাশরাফি-রুবেলের বলও তো বেদম পিটিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। মাশরাফি তার ১০ ওভারের কোটা পূরণ করেছেন ঠিকই কিন্তু দিয়েছেন ৭৬ রান। আর রুবেল ৯ ওভারেই দিয়েছেন ৭৫ রান। ম্যাশ তবু তিন উইকেট নিয়েছেন, কিন্তু রুবেলের খাতা শূন্য। তবে বিপর্যয়ের দিনেও চমক ছিল মুস্তাফিজুরের বোলিংয়ে। পেসারদের মধ্যে তিনিই সবচেয়ে কম রান দিয়েছেন। পাশাপাশি দুই উইকেট নিয়ে দুই দুটি বিশ্ব রেকর্ডের মালিকও হয়েছেন। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে ১৩ উইকেট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট শিকার, এমন কৃতিত্ব বিশ্বের আর কোনো বোলারের নেই। অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘সাতক্ষীরার সুপারম্যান’ সিরিজ সেরা পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই বিশ্ব রেকর্ডের মালিক, টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় এবং সিরিজ সেরা চাট্টিখানি কথা নয়। এত প্রাপ্তির পরও যেন একটুখানি অপূর্ণতা থেকেই গেল।
ভারত ইনিংস: ৫০ ওভারে ৩১৭/৬ (ধাওয়ান ৭৫, ধোনি ৬৯, রাইডু ৪৪, রায়না ৩৮, রোহিত ২৯, কোহলি ২৫, মাশরাফি ৩/৭৬, মুস্তাফিজ ২/৫৭)।
বাংলাদেশ ইনিংস : ৪৭ ওভারে ২৪০/১০ (সাব্বির ৪৩, সৌম্য ৪০, লিটন ৩৪, নাসির ৩২, মুশফিক ২৪, রায়না ৩/৪৫, কুলকারনি ২/৩৪, অশ্বিন ২/৩৫)।
ফলাফল : ভারত ৭৭ রানে জয়ী।
শিরোনাম
- ফারুকী আশঙ্কামুক্ত, সবাই দোয়া করবেন: তিশা
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
হলো না বাংলাওয়াশ
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গুলিবিনিময়, ইরানি পুলিশ অফিসার নিহত
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
১০ ঘণ্টা আগে | জাতীয়