দুই দলের ক্রিকেটারদের মধ্যেই লক্ষ্য করা গেল ‘অস্বস্তি’। শেষ ম্যাচে ৭৭ রানের বড় জয় যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে ভারতকে। আর একটু সতর্ক হলে হয়তো অন্যরকম হতে পারত সিরিজের ফল। টাইগারদের কষ্ট, খুব কাছে গিয়েও বাংলাওয়াশটা মিস হয়ে গেল। এ যেন তীরে তরী ডোবার মতন।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা নেগেটিভ বার্তাটা পেয়েছিলেন সম্ভবত ম্যাচ শুরুর আগেই! টস জেতার পরও এমন ‘তক্তা মার্কা’ উইকেটে কেন যে মাশরাফি বোলিং নিতে গেলেন! ভারত যখন ব্যাটিং করছিল তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাশের সিদ্ধান্তটির পোস্টমর্টেম করতে ব্যস্ত ভক্তরা। পক্ষে-বিপক্ষে সমান্তরালে যুক্তির পর যুক্তি দিয়ে যাচ্ছিলেন ক্রীড়ামোদীরা। যখন ভারতীয় ব্যাটসম্যানরা মাশরাফিদের ওপর বেশি চড়াও হন তখন বিপক্ষের যুক্তি ধারালো হয়। তবে ‘পক্ষের’ গ্রুপটাই অনেক বড়! যুক্তির চেয়েও বেশি আস্থা অধিনায়ক মাশরাফির ওপর। আগের দুই ম্যাচে একাদশে চারজন করে পেসার নিয়ে খেলার সিদ্ধান্তটা কি যুক্তি তর্কের ঊর্ধ্বে ছিল! মোটেও না। জিতেছে বলেই কোনো কথা হয়নি। এটাও ঠিক, কোচ চন্ডিকা হাতুরাসিংহে কিন্তু হঠাৎ করে চার পেসার খেলানেরা সিদ্ধান্ত নেননি। লঙ্কান দূরদর্শী কোচ আগেই বুঝতে পেরেছিলেন, স্পিনের সঙ্গে গলাগলি ধরে যে ক্রিকেটাররা বড় হয়েছেন সেই ভারতীয় ব্যাটসম্যানদের কি আর স্পিন দিয়ে কাবু করা যায়! টানা দুই ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে জিতে হাতুরা বুঝিয়ে দিয়েছেন, অপরিকল্পিত কোনো সিদ্ধান্ত তার মাথা থেকে বের হয় না! কিন্তু কোচ কেন যে শেষ ম্যাচে এসে একজন বাড়তি স্পিনার নিতে গেলেন? কেনই বা ব্যাটিং উইকেটে টস জিতেও প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা সমর্থন করলেন? যুক্তি অবশ্য একটা আছে, আকাশ মেঘলা ছিল। ব্যাটিংয়ের সময় হঠাৎ বৃষ্টি নামলেই বিপদ। একে তো ব্যাটসম্যানদের মনোসংযোগ নষ্ট হয়, আবার ডার্কওয়াথ/লুইস পদ্ধতিতে পরে ব্যাটিং করা দলটিই বেশি লাভ হয়। কিন্তু গতকাল টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটাই যেন বুমেরাং হলো। প্রথমে ব্যাটিং করে স্কোর বোর্ডে ৩১৭ রান তুলে বাংলাদেশকে ভড়কে দিল ভারত। তারপর আত্মবিশ্বাসে টগবগে দলটা অলআউট হয়ে গেল ২৪০ রানে। তাসকিন আহমেদ সম্পূর্ণ ফিট ছিলেন না। তার সাইড স্ট্রেইনে সমস্যা। কোচের হাতে বিকল্প কোনো পেসারও ছিলেন না যিনি তাসকিনের বদলি হিসেবে খেলবেন। অগত্যা স্পিনার আরাফাত সানিকেই একাদশে রাখা হয়। অবশ্য আগের দিন লেগ স্পিনার যোবায়ের হোসেনকে তড়িঘড়ি করে দলে নেওয়ায় মনে হচ্ছিল তার খেলা নিশ্চিত। কিন্তু কাল দেখা গেল অভিজ্ঞ সানিকে। লাভ কী হলো? মাত্র ছয় ওভারেই ৪২ রান দেওয়ার সানির হাতে আর বল তুলে দেওয়ার সাহসই পাননি ক্যাপ্টেন মাশরাফি। তাসকিনের অভাবটা পূরণ তো হয়নি, উল্টো সানির একাদশে জায়গা পাওয়াটাকে বড় বেখাপ্পা লাগছিল। অবশ্য শুধু সানি কেন, মাশরাফি-রুবেলের বলও তো বেদম পিটিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। মাশরাফি তার ১০ ওভারের কোটা পূরণ করেছেন ঠিকই কিন্তু দিয়েছেন ৭৬ রান। আর রুবেল ৯ ওভারেই দিয়েছেন ৭৫ রান। ম্যাশ তবু তিন উইকেট নিয়েছেন, কিন্তু রুবেলের খাতা শূন্য। তবে বিপর্যয়ের দিনেও চমক ছিল মুস্তাফিজুরের বোলিংয়ে। পেসারদের মধ্যে তিনিই সবচেয়ে কম রান দিয়েছেন। পাশাপাশি দুই উইকেট নিয়ে দুই দুটি বিশ্ব রেকর্ডের মালিকও হয়েছেন। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে ১৩ উইকেট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট শিকার, এমন কৃতিত্ব বিশ্বের আর কোনো বোলারের নেই। অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘সাতক্ষীরার সুপারম্যান’ সিরিজ সেরা পুরস্কার পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই বিশ্ব রেকর্ডের মালিক, টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় এবং সিরিজ সেরা চাট্টিখানি কথা নয়। এত প্রাপ্তির পরও যেন একটুখানি অপূর্ণতা থেকেই গেল।
ভারত ইনিংস: ৫০ ওভারে ৩১৭/৬ (ধাওয়ান ৭৫, ধোনি ৬৯, রাইডু ৪৪, রায়না ৩৮, রোহিত ২৯, কোহলি ২৫, মাশরাফি ৩/৭৬, মুস্তাফিজ ২/৫৭)।
বাংলাদেশ ইনিংস : ৪৭ ওভারে ২৪০/১০ (সাব্বির ৪৩, সৌম্য ৪০, লিটন ৩৪, নাসির ৩২, মুশফিক ২৪, রায়না ৩/৪৫, কুলকারনি ২/৩৪, অশ্বিন ২/৩৫)।
ফলাফল : ভারত ৭৭ রানে জয়ী।
শিরোনাম
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
হলো না বাংলাওয়াশ
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর