টেনিস ইতিহাসে যতগুলো দ্বৈত যুদ্ধ আছে তার মধ্যে অন্যতম ফেদেরার-জকোভিচ লড়াই। জয়-পরাজয়ের হিসাবে এ লড়াই এমনকি ছাড়িয়ে গেছে ফেদেরার-নাদাল দ্বৈত যুদ্ধকেও। দুই মহান তারকার ৩৯ বারের লড়াইয়ে ২০-১৯ ব্যবধানে এগিয়ে ফেদেরার। এ ব্যবধান আজই ঘুচে যেতে পারে উইম্বলডনের ফাইনালে। অল ইংল্যান্ড টেনিস ক্লাবে আজ ৪০তম বারের মতো মুখোমুখি হচ্ছেন ফেদেরার-জকোভিচ। সেমিফাইনালে উইম্বলডনের শীর্ষ বাছাই নোভাক জকোভিচের সামনে সহজ প্রতিপক্ষই ছিল। ফ্রান্সের রিচার্ড গাসকুয়েট। জয় পেতেও খুব একটা কষ্ট হয়নি সার্বিয়ানের। ৭-৬ (৭/২), ৬-৪, ৬-৪ গেমে রিচার্ডকে হারিয়েছেন জকোভিচ। প্রথম সেটটার পর জয় পেতে তেমন কোনো কষ্ট হয়নি জকোভিচের। অন্য সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন ফেদেরার-মারে। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে ৭-৫, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন সুইস তারকা ফেদেরার। এ নিয়ে ২৪ বারের মুখোমুখিতে ১৩ বার জিতলেন ফেদেরার।
রজার ফেদেরারের সামনে ১৮ নম্বর গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ। ২০১২ সালের পর আর কোনো গ্র্যান্ডস্লাম জয় করতে পারেননি সুইস তারকা। এবার কি জকোভিচ বাধা পাড়ি দিয়ে ১৮ নম্বর গ্র্যান্ডস্লাম জিততে পারবেন? ফেদেরার বলছেন, এটা তার ক্যারিয়ারের সেরা সময়। আগে যে কোনো সময়ের চেয়ে দুরন্ত ফর্মে আছেন তিনি। তবে জকোভিচের সামনে সুইস তারকা বেশির ভাগ সময়ই মলিন হয়ে যান। জকোভিচ নবম গ্র্যান্ডস্লাম শিরোপার লক্ষ্যে আজ ফেদেরারের মুখোমুখি হবেন। এ উইম্বলডনেই তিনি গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবারে কি শিরোপা ধরে রাখতে পারবেন ফেদেরারকে হারিয়ে? জকোভিচ অবশ্য প্রতিপক্ষের যোগ্যতাকে স্বীকার করেন। তিনি বলছেন, ফেদেরার একজন অসাধারণ প্রতিপক্ষ।