শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। এগিয়ে যাওয়ার ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩১৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিকদের সামনে। জবাবে ৪১.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৮১ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। ১৩৫ রানের এ জয়ের ফলে চ্যাম্পিয়ন ট্রফি খেলার দিকে একধাপ এগিয়ে গেল পাকিস্তান। তবে এই ম্যাচের একপর্যায়ে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর পাথর নিক্ষেপ করে উৎশৃঙ্খল কিছু দর্শক।
১৫৮ রানেই শ্রীলঙ্কার ৭ উইকেটের পতন। এসময় হঠাৎ গ্যালারি থেকে পাকিস্তানের খেলোয়াড়দের পাথর ছোঁড়া হয়। গ্যালারিতে পাকিস্তানের এক দর্শককে মারধর করতেও দেখা যায়। তখন একজন ক্রিকেটার আম্পায়ারের কাছে এসে অভিযোগ করে তার দিকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। সঙ্গে সঙ্গে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ খেলা বন্ধ করে ক্রিকেটাদের ড্রেসিং রুমে যাওয়ার নির্দেশ দেন। এর পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে।
পরে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা এসে উগ্র সমর্থকদের স্টেডিয়াম ছাড়া করলে খেলতে রাজি হয় পাকিস্তান। একপর্যায়ে পুলিশ পুরো স্টেডিয়াম দর্শকশূন্য করে ফেলে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ১৩৫ রানে হার মানে পাকিস্তানের কাছে।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৫/মাহবুব