লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে একদিন বাকি থাকতেই ইংল্যান্ডকে ৪০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনলো অজিরা।
অস্ট্রেলিায় বেঁধে দেওয়া ৫০৮ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ধস নামে ইংলিশদের ব্যাটিংয়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসে অজি বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১০৩ রানেই গুলিয়ে যায় ইংলিশরা। দলীয় সর্বোচ্চ ২৫ রান করেন পেসার স্টুয়ার্ট ব্রড। তবে ২০ রানের কোটা পার করতে পারেনি কোনো ইংলিশ ব্যাটসম্যান। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন মিচেল জনসন। আর দুটি করে উইকেট পেয়েছেন জস হাজেলউড ও নাথান লিওন।
এর আগে, অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ২৫৪ রান করার পর ইনিংস ঘোষণা করে। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান আসে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা স্টিভেন স্মিথ।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৫/মাহবুব