তিন ম্যাচের ওয়ানডেতে প্রেটিয়া ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। টেস্টেও মুস্তাফিজের কাছ থেকে এরমক চমক আশা করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মুস্তাফিজুর রহমানের বিষয়ে মুশফিক বলেন, ‘গত তিন সিরিজে মুস্তাফিজ খুব ভাল বোলিং করেছে। তার টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলে সে অনেক ঘরোয়া ম্যাচ খেলেছে। যা তার অভিজ্ঞতাকে বৃদ্ধি করেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার ৪-৫ জন খেলোয়াড় ছাড়া বাকিরা মুস্তাফিজের বোলিং অ্যাকশন সম্পর্কে জানে না। ওয়ানডের মতো টেস্টেও অবাক করার মতো কিছু তার কাছ থেকে আশা করা যায়।’
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৫/মাহবুব