ভিন্ন ধরণের এক লাঞ্ছনার শিকার হয়েছেন ফিফা সভাপতি সেপ ব্লাটার। বিষয়টি রীতিমতো অপমানজনক ও হাস্যকরও বটে।
সোমবার এক সভার আয়োজন করেছিলেন সেপ ব্লাটার। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে তিনি এসে চেয়ারে বসেন। সামনে উপস্থিত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ও অন্যান্য কর্মকর্তাগণ।
এমন সময় দুটি ডলারের বান্ডেল নিয়ে রুমে প্রবেশ করেন যুক্তরাজ্যের সিমন ব্রোডকিন। তিনি এসে একটি বান্ডেল ব্লাটারের সামনে রাখেন। অন্য বান্ডেলটি তার হাতে ছিল। এমন ঘটনায় ব্লাটার অপ্রস্তুত হয়ে যান। তিনি নিরাপত্তাকর্মীদের ডাকতে থাকেন। তারা এসে যখন সিমনকে সরিয়ে নিয়ে যাচ্ছিল তখন তিনি ব্লাটারের দিকে ডলার ছুড়ে মারেন এবং বলতে থাকেন, 'এই নাও, এখন যাও সেপ।'
এরপর অবশ্য আর সভা করেননি ব্লাটার। তিনি যখন রুম ছেড়ে যাচ্ছিলেন তখন বিড়বিড় করে বলছিলেন, 'এগুলো ফুটবল সম্পর্কিত নয়।'
ভিডিও লিঙ্ক:https://www.youtube.com/watch?v=_JNClqtrt8I
বিডি-প্রতিদিন/২০ জুলাই ২০১৫/ এস আহমেদ