ঈদের পর আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগ। বিকাল সোয়া ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হচ্ছে। শিরোপা জেতার জন্য আজকের ম্যাচটি দুদলের কাছে সমান গুরুত্ব রয়েছে। বলা যায় যারা জিতবে তারা শিরোপার পথে অনেক দূর এগিয়ে যাবে। দ্বিতীয় পর্বে শেখ রাসেল ছন্দময় খেলা খেলে ব্রাদার্স, মোহামেডান ও মুক্তিযোদ্ধার বিপক্ষে জয় পেয়েছিল। কিন্তু ঢাকা আবাহনীর কাছে হোঁচট খেয়েছে। ০-৫ গোলে হার মেনেছে ফেবারিট শেখ রাসেল। অপেক্ষাকৃত দুর্বল দলগুলো ফেবারিটদের বিপক্ষে হঠাৎ জ্বলে উঠতেই পারে। সেক্ষেত্রে আবাহনীর জয়কে একেবারে অবিশ্বাস্য বলা যায় না। কিন্তু ৫ গোল খাওয়াটা কোনোভাবেই সমর্থকরা মেনে নিতে পারেনি। প্রথমপর্বে যেখানে ২-০ গোলে জয় পেয়েছিল সেখানে শেখ রাসেল এতটা নিস্তেজ থাকবে তা ভাবাই যায়নি। ফুটবলে বড় দলের এমন হারকে দুর্ঘটনাও বলা যায়। ২০১৪ বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১-৭ গোলে হেরে যায় জার্মানির কাছে। যাক আবাহনীর কাছে হারলেও শেখ রাসেলের শিরোপা জেতার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। ১৪ ম্যাচে মিঠুনদের সংগ্রহ ২৯। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে শেখ জামালের অ্যাকাউন্টে রয়েছে ৩৬ পয়েন্ট। পয়েন্টে পার্থক্য থাকলেও মূলত এক ম্যাচ কম খেলার সুবাদে শীর্ষে থাকা জামালের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে। আজ যদি শেখ রাসেল জিতে যায় তাহলে এক পয়েন্ট পিছিয়ে থাকবে। অর্থাৎ শিরোপার পথে থাকতে হলে মিঠুন, এমিলিদের আজ জিততেই হবে। ড্র বা হারলে শেখ জামাল সুবিধাজনক স্থানে চলে যাবে। আজ জিতলে শেখ রাসেলের সামনে বড় কোনো বাধাও থাকবে না। টিম বিজেএমসি, ফরাশগঞ্জ, সকার ফেনী, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের বিপক্ষে খেলা বাকি থাকবে। অপ্রত্যাশিত ফলাফল না হলে বাকি ম্যাচগুলোতে শেখ রাসেলের জেতার সম্ভাবনা অনেক বেশি।
শেখ জামাল হেরে গেলে সামনে তাদের লড়তে হবে ব্রাদার্স, মোহামেডান, মুক্তিযোদ্ধা ও ঢাকা আবাহনীর বিপক্ষে। এই আবাহনীর কাছেই প্রথম পর্বে হেরে গিয়েছিল শেখ জামাল। সুতরাং শেখ রাসেল আজ জিততে পারলে শিরোপার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে। প্রথম পর্বে ভালো খেলেও জামালের কাছে হেরে গিয়েছিল শেখ রাসেল। আজ শুধু প্রতিশোধ নয় শিরোপার পথে এগিয়ে যাওয়ার পালা। অধিনায়ক মিঠুন বলেছেন, শিরোপা জিততে পারব কিনা এ ম্যাচের ওপরই নির্ভর করছে। সুতরাং জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। শেখ জামাল সমান মানের দল হলেও আশা রাখি ভালো খেলে জয় পাব। শেখ জামালও ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে। নাসির বলেন, সামনে বেশ কটি বড় ম্যাচ রয়েছে। তাই নিরাপদে থাকতে শেখ রাসেলকে হারানোর জন্যই মাঠে নামব।