অ্যাশেজ শুরুর আগে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছিলেন, 'মিচেল জনসনকে আর ভয় পাওয়ার কিছু নেই। তার বোলিংয়ে এখন পড়ন্ত বিকাল। বার বার তো আর একই রকম দাপট থাকতে পারে না।' ইংলিশ দলপতি ঠিকই বলেছিলেন। প্রথম টেস্টে জনসন একদমই সুবিধা করতে পারেনি। দুই ইনিংস মিলে নিয়েছিলেন মাত্র দুই উইকেট। ইংল্যান্ডও পেয়েছিল বড় জয়। কার্ডিফ টেস্টে তবু অসি বোলারকে কিছুটা সমীহ করেছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। কিন্তু লর্ডস টেস্টে জনসনকে পাত্তা দেওয়ার প্রশ্নই উঠে না! ইংলিশদের এই ভাবনাই কিনা শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল। লর্ডসে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে দিল সেই জনসনই। দুই ইনিংসে তিনটি করে মোট ছয় উইকেট নিয়ে স্বাগতিকদের ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে। জনসনের ক্যারিশমায় ৪০৫ রানের বিশাল জয়ে অ্যাশেজ সিরিজে সমতা নিয়ে আসল সফরকারী অস্ট্রেলিয়া। তারপরেও 'ম্যান অব দ্য ম্যাচ' কিন্তু জনসন হতে পারেননি। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন স্টিভেন স্মিথ। তবে প্রধান কাজটা করেছেন জনসনই। প্রথম টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের দাপটেই প্রথম ইনিংসে বিশাল স্কোর করে অসিরা। আট উইকেটে ৫৬৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল অধিনায়ক মাইকেল ক্লার্ক। তারপর দ্বিতীয় ইনিংসে ছিল বোলারদের দাপট। ইংল্যান্ডকে মাত্র ৩১২ রানেই গুটিয়ে দেয় তারা। অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দুই উইকেটে ২৫৪ রান করে ইনিংস ঘোষণা করে। তারপর জয়ের জন্য ৫০৯ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। চার দিনেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। মিচেল জনসন মাত্র ২৭ রানে নেন তিন উইকেট। প্রথম ইনিংসেও তিনি দারুণ বোলিং করেছেন। ৫৩ রানে নিয়েছেন তিন উইকেট। শুধু এক জনসন নন, অন্য অসি বোলারদের বিপক্ষেও সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ইনিংস তবু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে বালির বাঁধের মতো ভেঙে পড়েছিল ইংলিশ ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ২৫ রান এসেছিল নয় নম্বরে ব্যাট করতে নামা স্টুয়ার্ট ব্রডের ব্যাট থেকে। জয়ের পর ক্লার্ক বলেন, 'ছেলেরা সত্যিই দারুণ খেলেছেন। সবাই নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ব্যাটসম্যানরা যেমন নিজের কাজটা ঠিকঠাকভাবে করেছে তেমনি বোলাররাও তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করেছে। শেষ সেশনে অসাধারণ বোলিং করেছেন মিচেল (জনসন)।'