বিশ্বসেরা টেস্ট দলের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আর কিছু পরেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।
প্রথম টেস্ট ড্র হওয়ায় এ ম্যাচটিকে সিরিজ নির্ধারণী ম্যাচ হিসেবে ধরা হচ্ছে।
বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাশ, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: হাশিম আমলা, টি বাভুমা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, হারমার, হেনড্রিকস, মরনে মরকেল, ফ্যাঙ্গিসো, ফিল্যান্ডার, রাবাদা, ডেল স্টেইন, ভ্যান জিল ও ড্যান ভিলাস।