বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের নাম উঠলেই যার নামটি প্রথমে চলে আসে তিনি হলেন টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহিম। কিন্তু গত কয়েক মাস ধরে নিজেকে মেলে ধরতে পারছিলেন না মিস্টার ডিপেনডেবল। আর টেস্টে তো আরও খারাপ অবস্থা। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে সর্বশেষ হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশ দলের সেরা এই ব্যাটসম্যান।
তবে শেষ অব্দি বৃহস্পতিবার এই শনির দশা থেকে মুক্তি মিলেছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের। দক্ষিণ আফ্রিকান বোলার ডিন অ্যালগারের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে দলের সর্বোচ্চ ৬৫ রান। আর এই রানের মধ্য দিয়ে ১১ ইনিংস পর হাফসেঞ্চুরি দেখা পেলেন মুশফিক। যা টেস্ট ক্যারিয়ারে মুশফিকের ১৫তম হাফসেঞ্চুরি।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ও খুলনায় আরও দু’টি টেস্টের ৪টি ইনিংসে তার ব্যাট হাসেনি। যার ধারাবাহিকতা বজায় থাকে চলতি বছর খেলা টেস্টগুলোতেও। চলতি বছর পাকিস্তানের সঙ্গে ২টি, ভারতের সঙ্গে একটি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু কোনো ইনিংসের সেঞ্চুরি দূরে থাক, হাফসেঞ্চুরিরও দেখা পাননি তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে হাফসেঞ্চুরি পাওয়ার পর মুশফিক খেলেছেন আরও ৭টি টেস্টে ১১টি ইনিংস। ওই ইনিংসগুলোতে তার নেই কোনো হাফসেঞ্চুরি। ইনিংসগুলো ২৩*, ১১, ০, ১৫, ৪৬, ৩২, ০, ১২, ০, ২, ২৮। মোট রান ১৬৯!
বিডি-প্রতিদিন/৩০ জুলাই, ২০১৫/মাহবুব