মাইকেল ক্লার্কের পর এবার অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ক্রিস রজার্স। অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচের পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'অস্ট্রেলিয়া দলে আমি গত কয়েক বছর দারুণ সময় কাটিয়েছি। বেশ কিছু বিশেষ মুহূর্তের সঙ্গী হয়েছি। আমি মনে করছি, এটাই অবসর নেওয়ার উপযুক্ত সময়। সবাইকে ধন্যবাদ।'
অ্যাশেজ সিরিজ ইতিমধ্যেই নিজের করে নিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া। কাল ওভালে শুরু হবে শেষ টেস্ট।
রজার্স যে অ্যাশেজ সিরিজের পর অবসর নিচ্ছেন তা আগেই জানিয়েছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা দেননি। কিন্তু মাইকেল ক্লার্ক হঠাৎ অবসরের ঘোষণা দেওয়ার পর অনেকেই মনে করেছিলেন এমন সময় রজার্স অবসর নাও নিতে পারেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিশ্চিত করলেন রজার্স।
অসি ওপেনার বলেন, 'অনেকেই বলেছিলেন, আমি তো এখনো রান করতে পারছি। আরও কিছু খেলা চালিয়ে যেতে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখনই অবসর নেওয়া ভালো। আমি আমার সিদ্ধান্তে সন্তুষ্ট। আশা করি সামনে অস্ট্রেলিয়া আরও ভালো করবে।'