ধৈর্য ধরুন
বাংলাদেশে ক্রিকেটে সাফল্য নতুন কিছু নয়। ক্রিকেটে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে বাংলাদেশের কাছে হার মানেনি। সে তুলনায় ফুটবল অনেক পিছিয়ে। তবে ফুটবলেও আশার আলো দেখা দিয়েছে। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের কিশোররা প্রথমবারের মতো শিরোপা জিতেছে। অন্যদিকে এএফসি কাপে কিরগিজস্তান চ্যাম্পিয়ন আলগাকে টপকিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব পরবর্তী রাউন্ডে উঠেছে। পত্র-পত্রিকায় গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে এ সাফল্যের খবর। এটা কি হঠাৎ আলোর ঝলকানি?
কাড়াকাড়ি
আগের দুই বিপিএলে মুস্তাফিজের কোনো নাম গন্ধ ছিল না। এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আসরটি। কোন তারকা কোথায় খেলবেন এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এবার সবার মুখে মুখে পেসার মুস্তাফিজের নাম। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে পারফরম্যান্স প্রদর্শন করেছে। তাতে মুগ্ধ দেশবাসী। অনেকে নিশ্চিত এবার বিপিএলে মুস্তাফিজকে নেওয়ার জন্য দলগুলোর মধ্যে কাড়াকাড়ি হবে। শুধু বিপিএল নয়। সামনে আইপিলে ও মুস্তাফিজের ডাক আসতে পারে।