বাজে সময় কাটিয়ে ভাল সময়ে ফেরার চেষ্টা কিনা জানার উপায় নেই। তবে ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি নিজের হেয়ারস্টাইল একেবারে পাল্টে ফেলেছেন। গত সোমবার কলম্বোর এক সেলুনে গিয়ে চুল কাটেন কোহলি। এরপর ইনস্টাগ্রামে নিজের নয়া রূপের ছবি আপলোড করেন কোহলি। হেয়ার কাটিংয়ে বেজায় খুশি কোহলি নাকি বলেছেন, চুল কাটাটা দারুণ হয়েছে। এজন্য সেলুনের কর্মীকে বাহবা দেন তিনি।
চুলের ফারাকে লুকে বিরাট বদল না হলেও একটু অন্যরকম দেখাচ্ছে ভারতের টেস্ট অধিনায়ককে। এমনিতে ফ্যাশনের ব্যাপের খুব সচেতন কোহলি। জামা কাপড় থেকে গাড়ি সবকিছুতেই খুব ফ্যাশন সচেতন কোহলি। কিন্তু চুলের ছাঁটে এখনই বদল কেন? অনেকেই মনে করছেন, গল টেস্টে হারের পর গা ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কোহলি। চুল বদলে এবার মানসিকতাও বদলাতে চান ভারত অধিনায়ক। সেটাই এখন দেখার বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কলম্বো টেস্টে চুল বদলের প্রভাব পারফরম্যান্সে পড়ে কি না।
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট, ২০১৫/মাহবুব