উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ওঠার লড়াইয়ের প্লে-অফের প্রথম লেগে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এই মৌসুমেই দলে আসা মেমফিস ডিপাইয়ের দারুণ নৈপুণ্যে বেলজিয়ামের দল ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়েছে লুই ফন খালের শিষ্যরা।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বড় জয় পেলেও ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি ইউনাইটেডের। ম্যাচের অষ্টম মিনিটে ইংলিশ মিডফিল্ডার মাইকেল ক্যারিকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্লাব ব্রুজ। অবশ্য শুরুর প্রাথমিক ধাক্কা কাটাতে একদমই দেরি করেনি ইউনাইটেড। পাঁচ মিনিট বাদেই দলকে সমতায় ফেরান মেমফিস ডিপাই। ডাচ এই মিডফিল্ডারকে দারুণ একটি পাস দিয়ে কিছুক্ষণ আগে করা ভুলের কিছুটা প্রায়শ্চিত্তও করেন ক্যারিক।
৪৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ডিপাই। স্বদেশি খেলোয়াড় ডালে ব্লিন্ডের বাড়ানো বল ধরে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের কোনাকুনি শটে ইউনাইটেডের হয়ে দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী ডিপাই।
এরপর ম্যাচের ৮০তম মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার ব্রান্ডন মেচেলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ক্লাব ব্রুজ। এই সুযোগে ডিপাইয়ের ক্রসে করে ব্যবধান বাড়ান বেলজিয়ামের মিডফিল্ডার মারোয়ান ফেলাইনি। আগামী ২৬ অগাস্ট ব্রুজের মাঠে ফিরতি লেগে খেলতে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড।
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট, ২০১৫/মাহবুব