আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের আজ ৩২তম জন্মদিন পালিত হচ্ছে। প্রিটোরিয়ায় ১৯৮৪ সালের এই দিনে জন্মগ্রহণ নেন তিনি। ওডিআই ও টেস্ট ক্রিকেটে বর্তমানে প্রোটিয়াদের নেতৃত্ব দেয়া ভিলিয়ার্স একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি [৩১ বল] ও আধা সেঞ্চুরির [১৬ বল] মালিক। ক্রিকেট সুপারম্যান ভিলিয়ার্স এখন পর্যন্ত ২০০টি ওডিআই ম্যাচ খেলেছেন। রান করেছেন মোট ৮,৬২১। সেঞ্চুরি ২৪টি ও আধা সেঞ্চুরি ৪৮টি। সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১৬২ রান। আর টেস্ট ম্যাচ খেলেছেন ১০৬টি। রান করেছেন ৮০৭৪। সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ২৭৮। সেঞ্চুরি ২১টি ও আধা সেঞ্চুরি ৩৯টি। বিধ্বংসী এই প্রোটিয়া ব্যাটসম্যানের প্রতি রইল 'শুভ জন্মদিন'।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ