ব্যাট হাতে জীবনে অনেক বিশ্বরেকর্ড গড়েছেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্রিকেট থেকে অবসর নিলেও রেকর্ড গড়ার খেলা এখনো থামেনি তাঁর। এবার বই লিখে বিশ্বরেকর্ড গড়েছেন লিটল মাস্টার খ্যাত শচীন।
২০১৪ সালের ৬ নভেম্বর শচীন টেন্ডুলকারের আত্নজীবনীমূলক গ্রন্থ ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ প্রকাশিত হয়। বৃহস্পতিবার পর্যন্ত বইটির ১ লক্ষ ৫০ হাজার ২৮৯টি কপি বিক্রি হয়েছে। ফিকশন এবং নন ফিকশন—সব ধরনের ক্যাটাগরির হিসেবেও তার এ বইটি এখন বিশ্বের সর্বোচ্চ বিক্রীত ছাপা বই। ভারতে ৮৯৯ রুপিতে বইটি বিক্রি হচ্ছে বইটি।
বইটি প্রকাশ করেছিল হ্যাচেট্টি ইন্ডিয়া। বইটিতে শচীনের সহ-লেখক ছিলেন বুরিয়া মজুমদার।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব