সাবেক ক্রিকেটারদের কথা মোটেই পাত্তা দিলের না টিম ইন্ডিয়ার অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। তাদের উদ্দেশ্যে সাফ জানিয়ে রাখলেন শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নেবেন না।
দু’দুটো বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন তিনি। ২০০৭-এ ও ২০১১-তে। ২০১৪-র ডিসেম্বরে টেস্ট ক্রিকেটের অধিনায়ক পদ থেকে অবসর নিয়েছেন ধোনি। এরপর বারবারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর গ্রহণের গুঞ্জনা শোনা যায়। সাবেক ক্রিকেটারও তাকে এখনই সরে যাওয়ার সঠিক সময় বলে মত দেন। কিন্তু অবসর নিয়ে এবার নিজের মত স্পষ্ট করলেন ধোনি। তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে অবসর নেওয়ার কথা তিনি ভাবছেন না।
আগামী ৮ মার্চ থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তাঁর নেতৃত্বেই এই কাপ জয়ের জন্য লড়বে ভারত। সম্প্রতি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচগুলোতেও দেখা গেছে তাঁকে।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব