খারাপ সময়টা কিছুতেই কাটছে না ভারতীয় দলের পেসার মোহম্মদ সামির। পুরো ফিট না হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন দলের তারকা এই পেসার। সামির পরিবর্তে দলে ঢুকেছেন ভুবনেশ্বর কুমার। খবর ২৪ঘণ্টার।
বিসিসিআই এনসিএ-র ফিজিও অ্যান্ড্রু লিপাসকে সামির ফিটনেস পরীক্ষা করতে পাঠিয়েছিল। সামির ফিটনেস লেভেল দেখে লিপাস জানিয়ে দেন সামি পুরো ফিট নন।
এর আগেম অস্ট্রেলিয়া সফর থেকেও চোটের জন্য বাদ পড়েছিলেন সামি। তখনও তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব