আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেট। প্রথমবারের মতো টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেটের টিকিট বিক্রি। প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)।
আগেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ১৫০ টাকায় খেলা উপভোগ করতে পারবেন ভক্তরা। সর্বোচ্চ টিকিটের মূল্য ৩০০০ টাকা। প্রতিটি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
ঢাকায় ইউসিবি ব্যাংকের মিরপুর শাখা থেকে সরাসরি টিকেট কেনা যাবে। এছাড়া প্রগতি সরণী, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, বসুন্ধরা ও নয়াবাজার শাখায় ইউক্যাশের মাধ্যমে ম্যাচের টিকিট পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন