২০১৫ সালে দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। এই সময়ে টাইগাররা ক্রিকেটের বেশ কয়েকটি পরাশক্তির বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। এর মধ্যে ছিল ভারতও। তিন ম্যাচের ওই সিরিজে ১৩ উইকেট নিয়ে ভারতকে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছিলেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। আগামীকাল বুধবার এশিয়া কাপে সেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ইনজুরির কারণে বুধবার এশিয়া কাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার পরিবর্তে প্রতিনিধি হয়ে মঙ্গলবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন ভারতের টেস্ট বিরাট কোহলি। আর সংবাদ সম্মেলনে এসে পুরোটা সময় জুড়েই কোহলির মুখে শোভা পেল মুস্তাফিজ বন্দনা।
শুরুতেই কোহলি বলেন, ‘মুস্তাফিজ সত্যিই খুব ভালো করছে। আমাদের বিপক্ষে খেলার সময় থেকে গত এক বছরে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছে সে। ১৯ বছর বয়সি একটা ছেলেকে এভাবে বোলিং করতে দেখা ছিল রোমাঞ্চকর।’
বাংলাদেশ-ভারত ওই দ্বিপাক্ষিক সিরিজের প্রসঙ্গ তুলে কোহলি বলেন, ‘১৪০ কিলোমিটার গতির পাশাপাশি স্লোয়ার বল করেছিলও। যা ছিল আমাদের জন্য একেবারেই নতুন। নতুন বলেও খুব ভালো স্লোয়ার ও কাটার করছিল। খেলাটার জন্য এটি গুরুত্বপূর্ণ। মুস্তাফিজ এমন বোলার, যে ব্যাটসম্যানদের উইকেটে ভোগাতে পারে।’
এশিয়া কাপে মুস্তাফিজকে সামলানোর কাজটা অনেক কঠিন হবে মন্তব্য করে কোহলি বলেন, নতুন ও প্রতিভাবান এ ক্রিকেটার এশিয়া কাপে বাংলাদেশ দলের ‘ফ্যাক্টর’ হতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব