এক দিকে ব্রেন্ডন ম্যাকালামের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নিয়ে আবেগ, অন্য দিকে ভারতকে সরিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে পড়া। বুধবার ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার ৭ উইকেটে জয়ের ম্যাচে অনেক রং।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২-০ জেতার টেস্টে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হল স্টিভ স্মিথের। মঙ্গলবার জোশ হ্যাজেলউডের আম্পায়ারকে গালাগাল দেওয়ার অপরাধে শাস্তি হল স্মিথেরও। ম্যাচ রেফারির মনে হয়েছে, ওই ঘটনার সময় অধিনায়ক হিসেবে স্মিথের ভূমিকা ঠিক ছিল না৷ তবে তাতে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা আটকায়নি।
টেস্টের শেষে অবশ্য অস্ট্রেলিয়ার জয়ের উচ্ছ্বাস ছাপিয়ে ক্রাইস্টাচার্চে ম্যাকালামের বিদায়ের আবেগ। নিজের বিদায়ী বক্তৃতায় ম্যাকালামও কিছুটা আবেগতাড়িত। বললেন, 'জীবনে ক্রিকেট থেকে অনেক কিছু পেয়েছি। সারা জীবন ধরে ক্রিকেটকে ফেরত দিয়ে যাওয়ার চেষ্টা করে যাব।'
আরো বলেছেন, 'আমি খেলা ছাড়ছি, কিন্তু লড়াইটা সব সময়ই থাকবে৷ আশা করি ইতিবাচক ক্রিকেট খেলার জন্য মানুষ আমাকে মনে রাখবে৷'
বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন