২৩ মার্চ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারেতের কাছে হারের কথা অনেক দিন রাখবে বাংলাদেশ। সেদিন মৃত্যু হয়েছিল বাংলাদেশের স্বপ্নের। সেদিন ভারতের বিপক্ষে তিন বল বাকি থাকতেও দুই রান করতে পারেনি মাশরাফির দল।
ছয় মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ বলে মুস্তাফিজুর রহমানকে রান আউট করে ১ রানে জিতেছে ভারত।
সেদিন শেষ ওভারে বল হাতে ছিলেন ভারতের ২২ বছর বয়সী হার্দিক পান্ডে। শেষ ওভারে জিততে ১১ রান দরকার ছিল বাংলাদেশের। মাহমুদ উল্লাহ ১ রান নেবার পরের দুই বলে মুশফিক দুটি বাউন্ডারি মারলেন। কিন্তু, শেষ তিন বলে বদলে যায় ম্যাচের গতিপথ।
সেই ম্যাচ নিয়ে খেলাধুলা বিষয়ক ভারতীয় গণমাধ্যম স্পোর্টসকিডাকে দেয়া সাক্ষাৎকারে পান্ডে বলেন, 'ধোনি আমাকে চাপ নিতে বারণ করেছিলেন। তাই সে করলো। কিন্তু ছক্কা হাঁকানো তার সামর্থ্যের বাইরে। না জিতেও সে উদযাপন শুরু করলে আমি তাকে বললাম, ম্যাচ শেষ হয়ে যায়নি। সব কিছু হারিয়ে বসতে পারে ও। ওরা তখনও দুই রান পিছনে ছিল। রহিম-রিয়াদ দু’জনই নায়কোচিত শট খেলতে গিয়ে উইকেট খোঁয়ালেন। এখানেই বাংলাদেশের ক্রিকেটারদের অনভিজ্ঞতা ফুটে বেরিয়েছে। যে কোনো জ্ঞান সম্পন্ন ক্রিকেটার ওখান থেকে ম্যাচ জিতে ফিরতো। কিন্তু তারা জয়ের কাছে গিয়ে হার নিয়ে ফিরেছে।'
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন