ইনজুরির কারণে খেলতে পারেননি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমনকি শেষ দিকে মাঠে সতীর্থদের সঙ্গে বসেও খেলার দেখার সুযোগ হয়নি টি-টোয়েন্টি ভয়ঙ্করতম এই পেসারের। শঙ্কা ছিল আইপিএল নিয়েও। তবে অবস্থায় উন্নতি হওয়ায় আইপিএলে খেলার অনুমতি (এনওসি) পেয়েছেন তিনি। গত শুক্রবার আইপিএলে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন মালিঙ্গা। তবে এখনো মাঠে নামা হয়নি।
মুম্বাইয়ের কোচ রিকি পন্টিংয়ের বলেন, মালিঙ্গা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তবে তার ফিটনেসের যে অবস্থা তাতে, কমপক্ষে প্রথম ধাপের অর্ধেক ম্যাচে বিধংসী এই পেসারকে সাইড বেঞ্চে কাটাতে হবে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব