শনিবার ওয়াংখেড়ের আইপিএলের ম্যাচে একই দলের হয়ে দুই ভাই খেলতে নামেন। গুজরাট লায়ন্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নামেন হার্দিক পাণ্ডিয়া ও তাঁর বড় ভাই কুর্নাল পাণ্ডিয়া।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গত আইপিএলেও ভালো খেলেছিলেন হার্দিক পাণ্ডিয়া। আর এখন তো তিনি ভারতীয় দলের বড় স্টার। কিন্তু তাঁর দু বছরের বড় ভাই কুর্নাল পাণ্ডিয়া অন্তত মুম্বাই দলে আরও বড় স্টার।
কারণ, কর্নাল পাণ্ডিয়াকে এবার ২ কোটি টাকা দিয়ে কিনেছেন মুম্বাই ইন্ডিয়ান্স কর্তারা। হার্দিকের মতোই তাঁর ভাইও অলরাউন্ডার। তবে বাঁ হাতি।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৪