সানরাইজার্স হায়দারাবাদ দ্বিতীয় ম্যাচেও হারলো কিন্তু এই ম্যাচেও উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। তার ইয়র্কার, স্লোয়ার, কার্টারগুলো খেলতে রীতিমত হিমশিম খেতে হয় কেকেআর ব্যাটসম্যানদের। এমনই এক ইয়র্কারে আন্দ্রে রাসেলকে বোল্ড করেন মুস্তাফিজ। ইয়র্কার ঠেকাতে গিয়ে মাটিতে পড়ে যান রাসেল।
ম্যাচ শেষে হায়দারাবাদের কোচ টম মুডি বলেন, ‘আমি মনে করি বলটি বিশ্বের বেশির ভাগ ব্যাটসম্যানকে আউট করবে। মুস্তাফিজের ইয়র্কারটা ছিল অসাধারণ। আমি আগেও বলেছি, মুস্তাফিজুর বল হাতে সব কিছুই ঠিকমতো করছে।’
গতকাল কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে মুস্তাফিজের দল। মুস্তাফিজ ৪ ওভারের স্পেলে রান দেন ২৯। উইকেট নেন আন্দ্রে রাসেলের। প্রথম তিন ওভারে ১৫ রান দেওয়ার পর চতুর্থ ওভারে মুস্তাফিজ রান দেন ১৪। সব মিলিয়ে তার বোলিং স্পেল ৪-০-২৯-১। যাতে ছিল একটি ছক্কা ও একটি চার। ডটবল ছিল ৭টি।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৬/ রশিদা