ভারতের জাতীয় দলের ক্রিকেটার ও আইপিএল'র নতুন দল গুজরাট লায়ন্সের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। গতকাল রাজকুটে বাগদত্তা রিভা সোলানকির সঙ্গে গাঁটছড়া বাধেন তিনি। বিয়ের অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্য ছাড়াও গুজরাট লায়ন্সের সহ-খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।
এদিকে, আইপিএল'র মাঝেই বিয়ের অনুষ্ঠান পড়ায় শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট লায়ন্সের ম্যাচে দলে ছিলেন না ভারতীয় এই অলরাউন্ডার।
উল্লেখ্য, রিভা সোলানকি ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ