ব্যালন ডি’ অর জেতার পরে মেসিপ্রেমে অন্ধ হয়ে যান মিস বামবাম। আবেগে আপ্লুত হয়ে নিজের বেশ কয়েকটি খোলামেলা ছবি পোস্ট করেন মেসির টুইটার পেজে। আর এতেই চটে গেলেন মেসির বান্ধবী আন্তোনেলা।
মিস বাম বাম ওরফে ব্রাজিলীয় সুজি কর্টেজের পছন্দের পুরুষ লিও মেসি। টুইটারে আর্জেন্টাইন এই মহাতারকার ফলোয়ার হলেন এই সুজি।
এদিকে, আন্তোনেলা নাকি সরাসরি সুজিকে ব্লক করে দিয়েছেন। এ প্রসঙ্গে সুজি কর্টেজ বললেন, আন্তোনেলা হিংসায় জ্বলছেন। তাই তিনি সুজিকে ব্লক করে দিয়েছেন। অবশ্য এসব নিয়ে কোনো মন্তব্য করেননি মেসি!
বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ রশিদা