ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র চলমান নবম আসরে আজ ১টি ম্যাচ আছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের ১৪তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। আজ রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
এদিকে, গতরাতে চণ্ডীগড়ের মোহালিতে কিংস একাদশ পাঞ্জাবকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাট করে পাঞ্জাব ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কলকাতা ১৭ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। কলকাতার হয়ে রবিন উথাপ্পা ৫৩ রান ও অধিনায়ক গৌতম গম্ভীর করেন ৩৪ রান। সূত্র : ইএসপিএনক্রিকোইনফোর
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ