মহারাষ্ট্রের পুনেতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র মাচ নিয়ে সিদ্ধান্ত পাল্টেছে বোম্বে হাইকোর্ট। আগামী ১ মে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস'র মধ্যকার ম্যাচটি আয়োজনের অনুমতি দিয়েছেন এই আদালত। এর আগে এক আদেশে মহারাষ্ট্র থেকে আইপিএল'র সব ম্যাচ অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিলেন আদালতটি। মহারাষ্ট্রে চরম পানি সংকট চলছে। তাই সেখান থেকে টুর্নামেন্টের সব ম্যাচ সরিয়ে নেয়ার এ নির্দেশ দেয়া হয়েছিল। খবর দ্য হিন্দুর
পুনে ছাড়াও মহারাষ্ট্রের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং বিদর্ভা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের চলতি আসরের ১৩টি ম্যাচ হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ