বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এই পদে বাকি তিন প্রার্থী বুধবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বাফুফে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দীন সিনিয়র সহ-সভাপতি পদ থেকে দেওয়ান শফিউল আরেফিন টুটুল, মঞ্জুর কাদের ও লোকমান হোসেন ভূঁইয়ার নাম প্রত্যাহারের প্রেক্ষিতে আব্দুস সালাম মুর্শেদীকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন। ফলে ৩০ এপ্রিল নির্বাচনে ২১ পদের মধ্যে ২০ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাফুফে নির্বাচনে বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। সহ-সভাপতি পদে মনোনয়ন প্রত্যাহার করা ছাড়াও সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করেছেন- আজমল আহমেদ তপন, মুস্তাফিজুর রহমান মাইনু, আব্দুল মান্নান, শেখ নিজাম উদ্দীন, মুমিনুল হক সাঈদ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৬/মাহবুব