ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র চলমান নবম আসরে আজ মাত্র ১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজকের ম্যাচে মুখোমুখি হবে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। এটি টুর্নামেন্টের ১৬তম ম্যাচ যা শুরু হবে রাত সাড়ে ৮টায়।
এদিকে, গতরাতে রাজকুটে টুর্নামেন্টের ১৫তম ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে গুজরাট। হায়দারাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট ও মুস্তাফিজ ১টি উইকেট নেন।
জবাবে বিনা উইকেটে ও ৩১ বল হাতে রেখেই জয়ের জন্য নির্ধারিত ১৩৫ রান তুলে নেয় হায়দারাবাদ। সানরাইজার্সের হয়ে ডেভিড ওয়ার্নার অপরাজিত ৭৪ রান ও শিখর ধাওয়ানও অপরাজিত ৫৩ রান করেন।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ