ক্লাব বনাম দেশের দ্বন্দ্ব নিয়ে ফের উত্তাল ফুটবল বিশ্ব। শতবর্ষের কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে। কিন্তু থাকবেন না দলের ওয়ান্ডার কিড খ্যাত নেইমার। নেইমারের কোপা স্বপ্নের উপর আগাম নিষেধাজ্ঞা জারি করে দিল বার্সেলোনা।
ক্লাব মৌসুম শেষে নেইমারের ব্রাজিল খেলতে যাচ্ছে কোপা এবং অলিম্পিকে। এত লম্বা সময় ধকলের পরে আবার দেশের জার্সিতে তাই খেলার সম্ভাবনা থাকছে ওয়ান্ডার কিডের। সেই কথা ভেবে আগেভাগেই নেইমারের ক্যালেন্ডার থেকে কোপার স্বপ্ন মুছে দিল বার্সেলোনা।
কিন্তু কোপায় না থাকলেও নিজের দেশে হতে যাওয়া অলিম্পিকে খেলবেন নেইমার। বার্সার টুইটারে সরকারি ভাবে বিবৃতি দেওয়া হয়, ‘‘ব্রাজিলীয় ফেডারেশন আর তার প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরোকে ধন্যবাদ জানাতে চাই। যারা ক্লাবের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে। যা ছিল নেইমার অলিম্পিকে খেলবে।’’
ফিফার নিয়ম অনুযায়ী অলিম্পিক ফুটবল খেলা থেকে প্লেয়ারকে আটকাতে পারে তাঁর ক্লাব। কিন্তু কোপার ক্ষেত্রে ক্লাবের এ রকম কোন অধিকার নেই।
যদিও নেইমারের ক্ষেত্রে ব্যাপারটা ব্রাজিল আর বার্সার মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে। ব্রাজিল ফেডারেশন কোন আপত্তি না জানালেও ফুটবল বিশেষজ্ঞদের মতে বার্সার এই সিদ্ধান্তে অনেক ক্ষতির মুখে পড়তে হল দেশকে।
শতবর্ষের কোপায় থাকবে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ের মতো ল্যাটিন আমেরিকার সমস্ত হেভিওয়েট দল। সেখানে ব্রাজিলে নেইমার না থাকা মানে দল অনেকটাই দুর্বল হয়ে গেল।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-১০