ভারতীয় টেনির সুপারস্টার সানিয়া মির্জাকে প্রশংসাবন্যায় ভাসালেন দেশটির জীবন্ত ক্রিকেট লেজেন্ড শচীন টেন্ডুলকার। ভারতের এক প্রজন্মকে তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এই টেনিস তারকা অনুপ্রাণিত করেছে জানিয়ে এ প্রশংসা করেছেন তিনি। টাইম ম্য্যাগাজিনে সানিয়াকে নিয়ে এক প্রোফাইলে নিজের এ প্রশংসার কথা ব্যক্ত করেন 'ক্রিকেট ঈশ্বর'খ্যাত এই ক্রিকেটার। খবর ইন্ডিয়া টুডে'র
টাইম ম্যাগাজিনের বিশ্বের একশ' প্রভাবশালী ব্যক্তির বার্ষিক তালিকায় স্থান পেয়েছেন হায়দারাবাদি টেনিস তারকা সানিয়া। গতকাল তালিকাটি প্রকাশ পায়।
ম্যাগাজিনটির প্রোফাইলে শচীন লিখেন, 'সানিয়ার আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা ও সমস্যা থেকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা টেনিস ছাড়িয়ে অন্যত্র পৌঁছে গেছে। এক প্রজন্ম ভারতবাসীকে তাদের স্বপ্ন পূরণে সে অনুপ্রেরণা জুগিয়েছে।'
শচীন আরো লিখেন, '২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে আমি তাকে ভেনাস উইলিয়ামসের বিপক্ষে খেলতে দেখেছি। ম্যাচে হারলেও আমি তখন ভেবেছিলাম তার তারকা হওয়ার মতো সামর্থ্য রয়েছে।'
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ