অভিষেকের পর থেকে অফ কার্টার, অন কার্টারের সঙ্গে স্লোয়ার, ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের মাঠের বাইরে পাঠিয়ে চলেছেন মুস্তাফিজুর রহমান। এটা প্রত্যেক ক্রিকেটারের মতো ভালো করে জানেন ভারতের তারকা বোলার ভুবনেশ্বর কুমার। বর্তমানে আইপিএলে মুস্তাফিজের দলেই খেলছেন ভুবনেশ্বর। কাছ থেকে তার স্লোয়ার দেখে আর লোভ সামলাতে পারছেন তিনি। তাই নিজের বোলিং শক্তি বাড়াতে কাটার মাস্টারের কাছ থেকেই স্লোয়ার শিখছেন কুমার।
বৃহস্পতিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে স্বয়ং এ কথা বলেন ভুবনেশ্বর।
আরও বলেন, মুস্তাফিজের সঙ্গে বোলিং করতে পারাটা অসাধারণ। আমি তার স্লোয়ার শেখার চেষ্টা করছি। সে যেভাবে বল করতে পারে, অন্যরা সেটা পারে না।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৬/মাহবুব