ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র চলমান নবম আসরে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমে ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দারাবাদ ও কিংস একাদশ পাঞ্জাব। হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। এটি টুর্নামেন্টের ১৮তম ম্যাচ।
এদিকে, গত রাতে পুনেতে রাইজিং পুনে সুপারজায়ান্টসকে ১৩ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। টসে হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে বেঙ্গালুর। কোহলি ৮০ ও এবি ডি ভিলিয়ার্স ৮৩ রান করেন। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে সক্ষম হয় পুনে সুপারজায়ান্টস। ওপেনার আজিঙ্কা রাহানে সর্বোচ্চ ৬০ রান ও ধোনি ৪১ রান করেন।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ