অস্ট্রেলিয়ার টি-২০ লিগ বিগ ব্যাশের পরবর্তী মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলের অংশ নেয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। স্থানীয় টিভি চ্যানেল নিউজ করপোরেশনকে তিনি আজ জানান, টুর্নামেন্টে কে খেলতে পারবে কে খেলতে পারবে না এ নিয়ে তাদের কোনো ভূমিকা নেই। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত কোনো ক্রিকেটার টুর্নামেন্টে অংশ নিচ্ছে কিনা কেবল এ ব্যাপারেই তারা নাক গলাবে।
গেইল টুর্নামেন্টে খেলতে পারবে কিনা এ নিয়ে আগের অবস্থান থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া সরে এসেছে বলে এর মাধ্যমে আভাস পাওয়া গেলে।
বিগ ব্যাশের এক ম্যাচে গতবার গেইল চ্যানেল টেন'র এক সাংবাদিক মেল ম্যাকলাফলিনকে উদ্দেশ্যে করে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এ ঘটনাকে সাদারল্যান্ড 'সম্পূর্ণরূপে বেমানান' এবং 'যৌনহয়রানির সমতুল্য' বলে তখন বর্ণনা করেছিলেন। এমনকি গেইলকে এজন্য ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। খবর এপির
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ