ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র চলমান নবম আসরে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে রাজকুটে মুখোমুখি হবে গুজরাট লায়ন্স ও রয়্যাল চ্যালেঙ্গারস বেঙ্গালুর। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
উল্লেখ্য, কেকেঅার এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। আর সমানসংখ্যক ম্যাচের মাত্র ১টিতে জিতে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে রয়েছে পুনে সুপারজায়ান্টস। এছাড়া পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। তারাও চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। অার পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে কিংস একাদশ পাঞ্জাব। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতেছে প্রীতির এই দলটি।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/শরীফ