ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলমান ত্রি-দেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ইনজুরির কারণে আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্টেও অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছেন এই অজি ওপেনার।
তিন জাতি এই টুর্নামেন্টে অপর দল দক্ষিণ আফ্রিকা। গত শনিবার এই প্রোটিয়াদের বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পান ওয়ার্নার। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের বিপক্ষে ৩৬ রানের জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচটিতে ওয়ার্নার ১২০ বলে ১০৯ রান করে ম্যাচ সেরার পুরস্কারও পান।
তবে ওই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় ওয়ার্নার আঙ্গুলে চোট পান। পরে এক্স-রে করা হলে সেখানে ফাটল ধরা পড়ে। যার ফলে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে আগামী জুলাইয়ে টেস্টে অনেকটাই অনিশ্চিত হয়ে গেলেন।
ওয়ার্নারের চোট সম্পর্কে অস্ট্রেলিয়া দলের চিকিৎসক জেফরি ভেরাল বলেন, ‘ওয়ার্নারের যদি অস্ত্রপচার না করতে হয় তবে সে ২ থেকে ৬ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবে। তবে খুব সম্ভবত তার অস্ত্রপচার করাতে হবে।’
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/মাহবুব