সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করছে স্বাগতিক জিম্বাবুয়ে। শেষ ম্যাচটিও হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে। শেষ খবর পর্যন্ত স্বাগতিকরা ২৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬২ রান করেছে। ভুুসি শিবান্দা ১৯ রান ও মারুমা ২ রান নিয়ে ক্রিজে আছেন।
তিন ম্যাচ ওডিঅাই সিরিজটি ভারত ইতোমধ্যে ২-০ তে জিতে নিয়েছে। ফলে আজকের ম্যাচে জিতলে হোয়াইটওয়াশ হবে স্বাগতিকরা। প্রথম দুটি ওডিআই বেশ বড় ব্যবধানেই জয় পেয়েছে ভারত। ১১ জুন অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৯ উইকেটে ও ১৩ জুন অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ৮ উইকেট জয় পায় সফরকারীরা।
উল্লেখ্য, ওডিআই সিরিজ শেষে ভারত ও জিম্বাবুয়ে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজও খেলবে।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৬/শরীফ