হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় এবং শেষ ম্যাচেও বড় জয় পেয়েছে ভারত। জয়ের জন্য ১২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২১.৫ ওভারেই জয় তুলে নিয়েছে সফরকারী ভারত। এর ফলে তিন ম্যাচ ওডিআই সিরিজে হোয়াইওয়াশ হলো স্বাগতিকরা। আজকের ম্যাচে লুকেশ রাহুল ৬৩ রান ও ফয়েজ ফজল ৫৫ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৪২.২ ওভারে ১২৩ রান তুলেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন সিবান্দা। আর ওপেনার চামু করেন ২৭ রান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে। ভারতের হয়ে জাস্প্রিত বুমরা ৪টি উইকেট ও যুবেন্দ্র চাহাল ২টি উইকেট নেন। আর আকতার পাতেল ও কুলকার্নি নেন ১টি করে উইকেট।
প্রথম দুটি ওডিআই বেশ বড় ব্যবধানেই জয় পায় ভারত। ১১ জুন অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৯ উইকেটে ও ১৩ জুন অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ৮ উইকেট জয় পায় সফরকারীরা।
উল্লেখ্য, ওডিআই সিরিজ শেষে ভারত ও জিম্বাবুয়ে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজও খেলবে। ১৮ জুন প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৬/শরীফ