কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির মধ্যে সেরা কে? এই লড়াইয়ে কেউ শচীনকে এগিয়ে রাখেন আবার কেউ কোহলিকে। সম্প্রতি এই বিতর্কে নতুন করে নাম লেখালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। তার মতে, বিরাট কোহলিই সেরা।
ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘সকল ক্রিকেটারের একটা সময় থাকে। যেমন আশির দশকে ছিল ভিভ রিচার্ডস, এরপর এসেছে ব্রায়ান লারা এবং তারপর শচীন টেন্ডুলকার। কিন্তু বিরাট কোহলি আমার দেখা সব থেকে পরিপূর্ণ ক্রিকেটার। তার বহুমূখী প্রতিভা রয়েছে। সে দু’পায়েই খেলতে পারে।’
২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক কিংবদন্তিদের সাথে খেলেছেন ইমরান খান। বর্তমানে পাকিস্তানের প্রথম সারির একটি রাজনৈতিক দলের প্রধান ইমরান খান আরও বলেন, ‘প্রতিভা ও টেকনিক ছাড়াও কোহলির টেম্পারামেন্ট দারুণ। শচীনের চেয়েও তার টেম্পারামেন্ট ভালো। কঠিন সব পরিস্থিতিতে কোহলি পারফর্ম করে শচীন যেটা অনেক সময় করতে পারতো না।’
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব