পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রোষানলে পড়েছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন স্পট ফিক্সিংয়ের দায়ে দীর্ঘ শাস্তি ভোগ করে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই পেস বোলার। তবে এই বিষয়ে আগে থেকে পিসিবির অনুমতি নেননি তিনি। তাতেই ক্ষেপেছেন পিসিবি কর্তারা।
আমিরের এই আচরণকে মোটেও ভালোভাবে নেননি তারা। ইতিমধ্যে বিনা অনুমতি টিভি পর্দায় হাজির হওয়ার বিষয়ে আমিরকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পিসিবি।
আগামী শনিবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তান ক্রিকেট দল। এর আগে আমিরের বিষয়টি নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাকিস্তান ক্রিকেট। যদিও ইংল্যান্ড সফরের জন্য তাকে স্কোয়াডে বহাল রাখা হয়েছে। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ১৬/ সালাহ উদ্দীন