ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে টুর্নামেন্টর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। শুক্রবার রাতে তুরস্কের বিরুদ্ধে ৩-০ গোলের সহজ জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পেনের হয়ে জোড়া গোল করেন আলভারো মোরাতা। অন্য গোলটি নোলিতোর।
এদিন, শুরু থেকে দারুণ ছন্দে থাকলেও গোল পেতে অপেক্ষা করতে হয় বেশ কিছুক্ষণ। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় নোলিতোর অ্যাসিস্ট থেকে স্পেনকে এগিয়ে দেন মোরাতা। এর ৩ মিনিটের মাথায় সেস ফ্যাব্রিগাসের সহায়তায় দলের দ্বিতীয় গোলটি করেন নোলিতো। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া স্পেন দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে জরদি আলবার অ্যাসিস্ট থেকে দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন মোরাতা।
এ জয়ের ফলে দুই ম্যাচ খেলে স্পেন দুটিতেই জয় তুলে নিয়েছে। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ 'ডি'তে তারাই শীর্ষে। আর দুই ম্যাচের দুটিতেই হেরেছে তুরস্ক। অন্যদিকে, চেক রিপাবলিক ও ক্রোয়েশিয়ার মধ্যে হওয়া 'ডি' গ্রুপের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। চেক রিপাবলিকের পয়েন্ট ১।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব