ডোপ কেলেঙ্কারির দায়ে আন্তর্জাতিক অ্যাথলেটিকস থেকে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে বিশ্ব অ্যাথলেটিকস গভনিং বডি (আইএএএফ)। এর ফলে চলতি বছরের আগস্টে শুরু ব্রাজিলের রিও অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটদের অংশ গ্রহণের সুযোগ থাকছে না। খবর আল-জাজিরার।
এর আগে, গত নভেম্বরে বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) এক তদন্ত প্রতিবেদনে জানায়, নিষিদ্ধ ওষুধ গ্রহণের ব্যাপারটি রাশিয়ান অ্যাথলেটদের ক্রীড়াসংস্কৃতিরই অংশ হয়ে পড়েছিল। এ জন্য অ্যাথলেটদের সাহায্য করে দেশটির সরকারও। এমন অভিযোগের পর নভেম্বরেই রাশিয়া অ্যাথলেটিক ফেডারেশনকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আইএএএফ।
সেই নিষেধাজ্ঞা তুলে নিতে আইএএএফ-এর কাছে আবেদন করেছিল রাশিয়া অ্যাথলেটিক ফেডারেশন। তবে শুক্রবার এক বিবৃতিতে পূর্বের নিষেধাজ্ঞাই বহাল রেখেছে অ্যাথলেটিকস গভনিং বডি।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব