আগের দিন সেন্ট লুসিয়া জুকসের কাছে ৬৩ রানে হেরেছিল জ্যামাইকা তালাওয়াস। রবিবার রাতে সেই জুকসের কাছে আবারও হারলো সাকিব আল হাসানের দল। আগের ম্যাচে ব্যাট হাতে ডাক মারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। কিন্তু এদিন বল হাতে ৩ ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। অন্যদিকে, আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৯ বলে করতে পেরেছেন মাত্র ৯ রান। জ্যামইকাও হেরেছে ১৭ রানে।
রবিবার রাতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান করে জুকস। দলের পক্ষে ফিফটি করেছেন দুই ওপেনার জনসন চার্লস (৬৪) ও আন্দ্রে ফ্লেচার (৭০)। এছাড়া শেন ওয়াটসন ৪২ রানে অপরাজিত থাকেন। জ্যামাইকার পক্ষে ২ উইকেট নিয়েছেন রোভমান পাওয়েল। একটি উইকেট পকেটে পুরেছেন মাথুরিন।
জবাবে ২০ ওভার খেললেও ৬ উইকেট হারানো জ্যামাইকার ইনিংস থামে ১৭৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে। ২৮ রান করা রোভমান পাওয়েল দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। কুমার সাঙ্গাকারার ২৪, আন্দ্রে রাসেল ২১ রানও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৩০ রানে ২ উইকেট নিয়ে জুকসের সেরা বোলার শিলিংফোর্ড।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৬/মাহবুব