তার পায়ের দিকে তাকিয়ে থাকে কোটি কোটি ফুটবল ভক্ত। পর্তুগাল থেকে রিয়াল মাদ্রিদ— কত বিস্ময়কর গোলই না বেরিয়েছে এই পা দু’টো থেকে। এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পদযুগল শিরোনামে চলে এল অন্য কারণে।
মায়ামিতে ছুটি কাটানোর ফাঁকে ধরা পড়েছে রোনালদোর পায়ে কালো রংয়ের ‘নেল পলিশ’। পায়ের নখে এই কালো রং ফ্যাশন দুনিয়ায় আলোড়ন ফেললেও জল্পনা চলছে, ইউরো ফাইনালে লাগা হাঁটুর চোট দ্রুত সারিয়ে তোলার জন্য পায়ের নখে কোন বিশেষ ধরনের ওষুধ তিনি ব্যবহার করছেন কি না।
পর্তুগালের ঐতিহাসিক ইউরো কাপ জেতার পরেই ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন রোনালদো। হাঁটুতে লাগা চোট এখনও পুরোপুরি সারেনি বলে তিনি মাঠে নামতে পারছেন না। প্রথমে স্পেনের ইবিজা দ্বীপে ছিলেন। এখন গিয়েছেন মায়ামিতে। বিলাসবহুল হোটেলের পুলসাইডে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ফাঁকে রোনালদোকে দেখা গিয়েছে দুর্দান্ত সুন্দরীর সঙ্গেও। তিনি কে, তা নিয়ে হইচই পড়ে গিয়েছে।
যদিও সেই তরুণীকেই একমাত্র রোনালদোর সঙ্গে দেখা গিয়েছে, এমন নয়। আরও অনেকেই আসছেন, যাচ্ছেন। ছবিতে যেমন তাকে তিনজন আলাদা মেয়ের সঙ্গে দেখা যাচ্ছে। তবে ব্রিটিশ ও আমেরিকান ট্যাবলয়েডের খবর, রহস্যময়ী এই তরুণীকে সবচেয়ে বেশি সময় ধরে দেখা যাচ্ছে রোনালদোর সঙ্গে।
পর্তুগাল ও রিয়াল তারকার সঙ্গে অনেক ভক্তরাও দেখা করার জন্য ছুটছেন। তাদের নিরাশ করেননি রোনালদো। সুইমিং পুল থেকে বেরনোর সময় অনেকের সেলফির আবদার মিটিয়েছেন। এক ভক্তই ছবি তুলতে গিয়ে প্রথম তার নখের কালো রং আবিষ্কার করেন। তবে এটাও ঠিক যে, পায়ের নখে এর আগেও পরীক্ষা-নীরিক্ষা করেছেন রোনালদো।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/০২ আগষ্ট ২০১৬/হিমেল-০৭