লিওনেল মেসিকে নিয়ে চাঞ্চল্যকর বিবৃতি দিলেন আর্জেন্টিনার বিখ্যাত মডেল জোয়ানা গঞ্জালেস৷ রোনালদোকে নিয়ে যেমন প্রতিবারই নানা রকম বিতর্ক তৈরি হয়, মেসি ছিলেন এ সবের বাইরে৷ তার গায়ে দাগ লাগল হঠাৎই৷ জোয়ানা অতীতেও মেসিকে নিয়ে চাঞ্চল্যকর কথা বলেছিলেন৷ তবে এবারের বক্তব্যটা সত্যিই ফুটবল জাদুকরের জন্য বিব্রতকর।
জোয়ানার নতুন মন্তব্য, 'বিছানায় মেসি একেবারে মৃতদেহের মতো৷' তার এই মন্তব্য ঘিরে জোর বিতর্ক একটা কারণেই৷ জোয়ানা বুঝিয়ে দিয়েছেন, মেসির সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল৷ মেসি তখন আবার আন্তোনেইয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন৷ জোয়ানা পেরুর টিভিতে বলেছেন, 'আমি লক্ষ্য করেছিলাম, মেসি অত্যন্ত লাজুক৷ আমরা মিউজিক নিয়ে আলোচনা করছিলাম৷ ও আমায় ওর গার্লফ্রেন্ড নিয়ে কথা বলেছিল, কি নাম মনে করতে পারছি না৷ তার পরে আমরা পুয়ের্তো মাদেরোতে ওর ফ্ল্যাটে যাই৷'
ওই ফ্লাটে মেসির সঙ্গে কাটানো সময়টুকু খুবই হতাশাজনক বলে মন্তব্য করেন জোয়ানা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ