ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পরিচালক সবুজ সংকেত দেওয়ার পর বাংলাদেশ সফরে আসা নিয়ে যার শঙ্কা দেখা দিয়েছিল, সেই ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকই বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন। তবে এখন পর্যন্ত দেশটির ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান সফর করার ব্যাপারে কোনো রকম নিশ্চয়তা দেননি।
ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, কুক বাংলাদেশ সফরে যাবেন এবং টেস্ট দলের নেতৃত্ব দেবেন। দলপতির এমন ঘোষণা দলের বাকি সদস্যের ইতিবাচক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলেও মনে করা হচ্ছে।
এর আগে, সন্তান সম্ভবনা স্ত্রীর পাশে থাকবেন বলে কুক হয়তো বাংলাদেশ সফরে আসবেন না এমন সংবাদ প্রকাশ করে ইংলিশ মিডিয়া।
তবে, কুক নিজের নিশ্চয়তা দিলেও এখনও কোনো রকম মন্তব্য করেননি মরগান। তাই সিদ্ধান্ত জানতে এই সপ্তাহেই ইংলিশ প্রতিটি ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রস।
কিছুদিন আগে বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পরে ইংল্যান্ডের বাংলাদেশে সফর নিয়ে অনিশ্চয়তা জাগে। তবে ইসিবি নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের নেতৃত্বে এক প্রতিনিধিদল বাংলাদেশের নিরাপত্তা পর্যাবেক্ষণ বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত দেন।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৬/মাহবুব